২১ মার্চ, ২০১৮ ০২:৫২

চালকহীন 'উবার' গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চালকহীন 'উবার' গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ফাইল ছবি

চালকহীন উবার গাড়ির ধাক্কায় মারা গেলেন এক নারী৷ সোমবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আরিজোনাতে৷ এই ঘটনার পরই উবার কোম্পানি মার্কিন মুলুক থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ি চালানোর প্রোগামটি স্থগিত রাখতে বাধ্য হয়েছে৷

কয়েক বছর আগেই জানা গিয়েছিল চালকহীন গাড়ি বাজারে আনতে চলেছে উবার৷ আধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়ি কোনও চালক ছাড়া একেবারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে৷ সোমবার সেই গাড়ি পরীক্ষামূলক ভাবে চালানো হয়৷ এরপরই ঘটে দুর্ঘটনাটি৷ উবারের ধাক্কায় মারা যান এক নারী৷ এই প্রথম চালকহীন উবার গাড়ির ধাক্কায় মারা যাওয়ার খবর সামনে এসেছে৷

পুলিশ জানিয়েছে, গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানোর জন্য বের করা হয়েছিল৷ সেই সময় রাস্তা পার হচ্ছিলেন এক নারী৷ গাড়িটি তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলছিল৷ তখনই সেই নারীকে ধাক্কা মারে গাড়িটি৷ এদিকে এই ঘটনার পরই নতুন এই পদ্ধতিতে গাড়ি চালানোর প্রোগামটি স্থগিত রাখে কোম্পানি৷ টুইট করে উবার ঘটনার দুঃখপ্রকাশ করেছে৷ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব রকমের সাহায্যে প্রস্তুত তারা৷


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর