Bangladesh Pratidin

প্রকাশ : ২২ মার্চ, ২০১৮ ১১:২৭ অনলাইন ভার্সন
আপডেট : ২২ মার্চ, ২০১৮ ১৩:১২
ষাঁড়টির দাম উঠল ২০ লক্ষ!
অনলাইন ডেস্ক
ষাঁড়টির দাম উঠল ২০ লক্ষ!
bd-pratidin

ভারতের তামিলনাড়ুর এক রাজনৈতিক নেতা একটি ষাঁড় কিনেছেন ২০ লক্ষ রুপি দিয়ে। জানা যায়, ষাঁড়টির নাম বাল্মীকি টাইগার! এরই দাম এখন ২০ লক্ষ রুপি। সম্প্রতি জাল্লিকাট্টুর একটি প্রতিযোগিতায় ষাঁড়টিকে দেখে পছন্দ হয় তামিলনাড়ুর প্রাক্তন বিধায়ক সম্পৎ কুমারের। তার পরেই তিনি সিদ্ধান্ত নেন ষাঁড়টি কেনার ব্যাপারে। 

ষাঁড়টির মালিক প্রিয়া কুমারী নামে এক নারী প্রায় ৭ লক্ষ রুপি দিয়ে এক কৃষকের থেকে ষাঁড়টি কিনেছেন বলে দাবি করেছেন তিনি। প্রিয়া জানান, প্রথমে ষাঁড়টিকে দেখেই তার মনে হয়েছিল বলিষ্ঠ এই ষাঁড়টি প্রতিযোগিতায় ভালো ফল করবে। সেই মত‌ো কয়েকবার ট্রেনিং দিয়ে ষাঁড়টিকে জাল্লিকাট্টুর মতো প্রতিযোগিতায় নামানোর ব্যবস্থা করেন তিনি। প্রিয়ার আরও দাবি, ইতিমধ্যে বাল্মীকি বেশ কয়েকটি পদক জিতেছে। 

প্রসঙ্গত, দক্ষিণ ভারতে জাল্লিকাট্টুর জন্য ষাঁড়ের প্রবল চাহিদা থাকে। কিন্তু তাই বলে কোন ষাঁড়ের দাম এত রুপি উঠতে পারে ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। এবেলা।

বিডি প্রতিদিন/ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow