২১ এপ্রিল, ২০১৮ ০৫:৪২

‘হ্যান্ডশেক’ করেননি মুসলিম নারী, অতঃপর...!

অনলাইন ডেস্ক

‘হ্যান্ডশেক’ করেননি মুসলিম নারী, অতঃপর...!

প্রতীকী ছবি

ফ্রান্সের এক নাগরিকত্ব অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন একজন মুসলিম আলজেরিয়ান মহিলা৷ গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার জেরে ফ্রান্সের প্রশাসনিক আদালত সেই মুসলিম আলজিরিয়ান মহিলার পাসপোর্টকে অস্বীকার করলেন৷ 

ফ্রান্সের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জুন মাসে ইজির-এর দক্ষিণপূর্বের অঞ্চলে এক নাগরিকত্ব অনুষ্ঠানে সেই মহিলা এক সিনিয়ার সভাপতির সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন৷ কারণ হিসেবে তিনি তার বক্তব্যে জানিয়েছেন, এই রীতি তার‘ধর্মীয় বিশ্বাসে’আঘাত হানছে৷ তাই এই প্রথা থেকে নিজেকে বিরত রেখেছেন৷ বিষয়টি নিয়ে তিনি কতৃপক্ষের সাথে তর্কও করেন৷

ফ্রান্স সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই নারীর আচরণে এটাই স্পষ্ট তিনি ‘ফ্রান্সের সম্প্রদায়কে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারছেন না’৷ সূত্রের খবর, তিনি ২০১০ সালে একজন ফরাসি ব্যাক্তিকে বিয়ে করেছেন, তিনি ২০১৭ এপ্রিলের এই সিদ্ধান্তকে ‘ক্ষমতার অপব্যবহার’বলে আখ্যা দিয়েছেন৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর