শিরোনাম
২২ এপ্রিল, ২০১৮ ০৩:৩৩

১৫ হাজার টন ব্রিজটি ৮১ ডিগ্রি ঘুরে দুই ঘণ্টায়! (ভিডিও)

অনলাইন ডেস্ক

১৫ হাজার টন ব্রিজটি ৮১ ডিগ্রি ঘুরে দুই ঘণ্টায়! (ভিডিও)

চীনের হেবেই প্রদেশের নানইয়ানঘে ব্রিজটির ওজন ১৫ হাজার টন হলেও এটি ঘোরানো যায়। ব্রিজটি ঘোরলেই নতুন রাস্তায় যাওয়া যায়। কিন্তু দারুণ ভারী ব্রিজটি ঘোরানো মুখের কথা নয়! পুরো ৮১ ডিগ্রি ঘুরতে এটি সময় নেয় ১১০ মিনিট বা প্রায় দুই ঘণ্টা। খবর এনডিটিভি। 

ব্রিজটি ঘোরে ঘড়ির কাঁটার বিপরীতে। গত পরশু ব্রিজটি ঘোরানো হয়েছে। এর অপারেশন শুরু হয় এ মাসের ১৯ তারিখে। এটা বসে রয়েছে ১০০ মিটারের একটি স্প্যানে। এটার ওজন ১ কোটি ৩০ লাখ কেজি। প্রায় দুই ঘণ্টা পর ব্রিজটি ঘুরে অন্য রাস্তার সঙ্গে সংযোগ স্থাপন করে। নানইয়ানঘে ব্রিজ আসলে বেইজিং-জিনজিয়াং হাইওয়ের একটি অংশ। আগামী সেপ্টেম্বরে ২৪৫০ কিলোমিটার অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হবে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর