১৭ মে, ২০১৮ ০৯:২৯

পরীক্ষায় পাস করতে পারেনি ছেলে, মিষ্টি বিতরণ পরিবারের

অনলাইন ডেস্ক

পরীক্ষায় পাস করতে পারেনি ছেলে, মিষ্টি বিতরণ পরিবারের

পরীক্ষায় পাস করলে পরিবারের অভিভাবকদের মিষ্টি বিতরণ করতে শোনা যায়। কিন্তু ফেল করার পরও যে মিষ্টি বিতরণ করা হয় তা হয়তো বিরল। এবার সেই ঘটনার সাক্ষি হলো  ভারতের মধ্যপ্রদেশ। যা দেশে চোখ কপালে ওঠে স্থানীয়দের।

পরিবারের দাবি, অল্প বয়সের ব্যর্থতা কোনো ছেলের মনোবল যেন ভেঙে দিতে না পারে। কারণ, এটাই জীবনের শেষ পরীক্ষা নয়। পরিবারের এক সদস্য বলেছেন, পরীক্ষায় ফেল করে সে বোকার মতো কোনও পদক্ষেপ নেওয়ার চিন্তা করুক, তা আমরা চাই না।

ভারতীয় গণমাধ্যম বলছে, দশম শ্রেণির ওই পরীক্ষার্থী চারটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। কিন্তু ফল জানার পর বাবা যেভাবে তাকে জড়িয়ে ধরল, তাতে অবাক হয়ে যায় সে। এরপর আবার যখন বাবা তার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের ডাকলেন, মিষ্টি বিতরণ, বাজনা বাজিয়ে শোভাযাত্রা বের করলেন, তখন তো সেই বিস্ময় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ওই পরীক্ষার্থীর।

বিষয়টা ইতিবাচক হিসেবে নিলেও ওই শিক্ষার্থী জানিয়েছে, এরপর সে আর পড়াশোনা করবে না। বাবার পরিবহণ ব্যবসাকেই জীবিকা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবে।

বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর