২১ মে, ২০১৮ ০২:৫৯

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে অগজিলিয়ারি অফিসার পদে শিখ নারী

অনলাইন ডেস্ক

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে অগজিলিয়ারি অফিসার পদে শিখ নারী

গুরসেজ কউর

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুলিশ বিভাগে এই প্রথম পাগড়িধারী শিখ নারী কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। কোনও শিখ নারীকে পুলিশের গুরুত্বপূর্ণ পদে বসানোর অন্যতম কারণ মানুষের মধ্যে পুলিশে ভর্তির উৎসাহ বাড়ান। এছাড়াও শিখ সম্প্রদায় ও শিখ ধর্ম সম্পর্কে অবগত করা।

অগজিলিয়ারি পুলিশ অফিসারের গুরুত্বপূর্ণ পদটিতে বসেছেন যে নারী তার নাম গুরসেজ কউর। গত সপ্তাহে নিউ ইয়র্ক পুলিশ একাডেমি থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন। 

শিখ অফিসারস এ্যাসোসিয়েশন একটি টুইটের মাধ্যমে জানিয়েছে, 'নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পাগড়িধারী অগজিলিয়ারি পুলিশ কর্মকর্তাকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এপিও গুরসেজ কউর ও নিউ ইয়র্ক পুলিশ একাডেমি থেকে স্নাতক অন্যান্য অগজিলিয়ারি পুলিশ অফিসারদের নিয়ে গর্ব হচ্ছে। সুরক্ষিত থাকুন।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর