Bangladesh Pratidin

প্রকাশ : ২১ মে, ২০১৮ ১৭:২২ অনলাইন ভার্সন
কি এই প্রাণীর পরিচয়? (ভিডিও)
অনলাইন ডেস্ক
কি এই প্রাণীর পরিচয়? (ভিডিও)
সংগৃহীত ছবি

হ্রদের জলে ভেসে উঠল এক আজব মৃতদেহ। শুয়োরের মাথা এবং মানুষের হাত-বিশিষ্ট এই প্রাণীর ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেন অনুসারে, শুয়োরের মাথা, মানুষের হাত এবং সোজা লেজওয়ালা এই প্রাণীর দেহটি কোথাকার কোন হ্রদে ভেসে উঠেছে তা জানা যায়নি। 

অনুমান করা হচ্ছে, এই ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও স্থানের। কিন্তু সেটা ঠিক কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। যে ব্যক্তি ভিডিওটি তুলছিলেন, তার কণ্ঠে শোনা যাচ্ছে ‘‘হোয়াট দ্য হেল ইজ দ্যাট?’’বাক্যটি। 

আপলোড করা ভিডিও ক্লিপটির ক্যাপশনে বলা হয়েছে, এই প্রাণীটিকে কেউ চিনতে পারেন কি না। 

এর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু তুমুল তর্ক-বিতর্ক। কেউ এটাকে শুয়োর ও কুকুরের মিশ্রণ বলেছেন। কেউ বলেছেন, এর পিছনের দিকটা কুকুরে মতো।  পরে বিশেষজ্ঞরা জানান, এটি সম্ভবত পচে ফুলে ওঠা কোনও শুয়োরেরই মৃতদেহ। বিকৃতির ফলে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow