Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ মে, ২০১৮ ০২:৩৩ অনলাইন ভার্সন
আপডেট : ২৫ মে, ২০১৮ ০৯:০৯
যে নদীতে নামলেই নীল হয়ে যাচ্ছে কুকুর! (ভিডিও)
অনলাইন ডেস্ক
যে নদীতে নামলেই নীল হয়ে যাচ্ছে কুকুর! (ভিডিও)
সংগৃহীত ছবি
bd-pratidin

পৃথিবী যত শিল্পায়নের দিকে ঝুকছে ততই বেড়ে চলেছে কারখানার সংখ্যা। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে নদী ও পানি দূষণ। তারই উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিল্পনগরী মুম্বাইয়ের নবী এলাকার নিকটবর্তী কসদী নদীর কথা। শিল্প কারখানায় ঠাঁসা এলাকাটির কারখানা বর্জ্য সেই নদীতে পড়ে দূষণের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করে ১৬ গুণ বেড়ে গেছে। এমনকি, সে নদীর পানিতে সাঁতার কাটা কুকুরগুলোও নীল হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে হিন্দুস্থান টাইমস এর খবর থেকে জানা যায়, রাস্তার কুকুরগুলো প্রায়ই পানি পান করতে ওই নদীতে নামে। আর ওই নদীতে সাঁতার কেটেই কুকুরগুলোর রঙ গেলো বদলে। কুকুরগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু ভারতীয় গণমাধ্যম নয় আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে নীল কুকুরের ভিডিও।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow