Bangladesh Pratidin

প্রকাশ : ৬ জুন, ২০১৮ ১৬:৫৮ অনলাইন ভার্সন
আপডেট : ৬ জুন, ২০১৮ ১৭:০৬
রেস্টুরেন্টে খেতে বসে মোবাইল ফোন বিস্ফোরণ!
অনলাইন ডেস্ক
রেস্টুরেন্টে খেতে বসে মোবাইল ফোন বিস্ফোরণ!

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন এক লোক। হঠাৎ তার পকেটে রাখা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় রেস্টুরেন্টে অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তারাও তাদের আসন ছেড়ে উঠে যান।ঘটনাটি ঘটে গত চার জুনে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক লোক রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় মোবাইল ফোন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তিনি সিট থেকে লাফিয়ে ওঠেন, মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন। 

জানা গেছে, মোবাইল ফোন বিস্ফোরিত হওয়ার ঘটনায় ওই লোক আহত হয়েছেন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow