Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৮ ১২:২৭ অনলাইন ভার্সন
নতুন বিএমডব্লিউ গাড়িতে বাবাকে কবর দিল ছেলে!
অনলাইন ডেস্ক
নতুন বিএমডব্লিউ গাড়িতে বাবাকে কবর দিল ছেলে!

কথায় আছে, থাকতে দেয় না ভাত-কাপড়, মরলে করে দান সাগর। ঠিক এমনটাই করলেন নাইজেরিয়ার এক যুবক। বাবার ইচ্ছেপূরণ করতে নতুন কেনা বিএমডব্লিউতে মরদেহ রেখে দাফন সম্পন্ন করেছেন ছেলে। এমন ঘটনা ঘটেছে নাইজেরিয়ায়।

জানা গেছে, বাবার খুব ইচ্ছে ছিল দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ানোর। কিন্তু বাবা বেঁচে থাকতে, সেই সাধ পূরণ করতে পারেননি ছেলে। তাই বাবার মৃত্যুর পর নতুন বিএমডব্লিউ গাড়ি কিনে কবর দিয়েছেন ছেলে।

গাড়িটার মূল্য ভারতীয় মুদ্রা প্রায় ৬০ লাখ। ছেলের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো শেয়ার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে সমালোচনা করতে ছাড়েননি।-হিন্দুস্থান টাইমস

বিডি প্রতিদিন/১৩ জুন ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow