Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ জুলাই, ২০১৮ ০৪:৪১ অনলাইন ভার্সন
যে লেবুর ভিডিও ভাইরাল!
অনলাইন ডেস্ক
যে লেবুর ভিডিও ভাইরাল!
সংগৃহীত ছবি

নেট সার্ফিং করতে গেলে অনেক ইন্টারেস্টিং ভিডিওতে চোখ আটকে যায়। সেখানে চোখে পড়ে অনেক অদ্ভুত ধরনের ভিডিও। তবে এরকম একটা ভিডিও যে এতটা জনপ্রিয় হয়ে উঠবে, তা সত্যিই বিশ্বাস করা যায় না। একজন-দু’জন নয়, প্রায় ৮০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও। ভাবছেন নিশ্চয় খুব ইন্টারেস্টিং কিছু। কিন্তু এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন আদৌ কতটা ইন্টারেস্টিং এই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের গোলাকার বস্তু গড়িয়ে যাচ্ছে। না সোনার বল নয়, শুধু একটা নীরিহ লেবু। ক্যামেরায় যিনি আছেন তিনি দৌঁড়াচ্ছেন আর তাঁর সঙ্গে সঙ্গেই গড়িয়ে যাচ্ছে লেবুটি। যে কোন কারণেই হোক বিষয়টি ভাল লেগেছে ওই ব্যক্তির। আর সেই ভিডিও রেকর্ড করে পোস্ট করেছেন ট্যুইটারে।

ভিউয়ার্সের সংখ্যা দেখে মনে হচ্ছে, লোকজন কাজকর্ম ছেড়ে বসে বসে ওই ভিডিওই দেখে যাচ্ছেন। যিনি পোস্ট করেছেন তাঁর নাম মাইক সাকসেগাওয়া। পরে আর একটি ট্যুইট করে তিনি দেখিয়েছেন যে ওই লেবু তিনি বাড়িতে নিয়ে গিয়েছেন।

তবে তিনি বোধহয় নিজেও ভাবেননি যে ওই লেবু তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলবে। রাতারাতি তাঁর ফলোয়ার ছাড়িয়েছে হাজার। আপাতত তাঁর রান্নাঘরে রয়েছে সেই লেবু।


বিডি প্রতিদিন/হিমেল

আপনার মন্তব্য

up-arrow