২২ জুলাই, ২০১৮ ০২:৫১

কফিনে স্বর্ণ!

অনলাইন ডেস্ক

কফিনে স্বর্ণ!

চীনের পশ্চিমাঞ্চলের একটি কফিন থেকে বেশকিছু মূল্যবান বস্তুর সন্ধান পাওয়া গেছে। এগুলো হান রাজ বংশের অন্তর্ভুক্ত বলে দাবি প্রত্নতাত্ত্বিকদের। লক্ষণীয় হলো, বস্তুগুলোর মধ্যে প্রচার স্বর্ণ ও মেয়েদের অলংকার রয়েছে যেগুলো ২ হাজার বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, নানছাং শহরের পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের রাজধানীর কাছাকাছি হায়হুংহু নামের এক সমাধিতে ওই কফিনটির সন্ধান পান প্রত্নতাত্ত্বিকদের একটি দল। কফিনে ২৩ সেন্টিমিটার লম্বা, ১০ সেন্টিমিটার চওড়া এবং ০.৩ সেন্টিমিটার পুরত্বের স্বর্ণের পাত পাওয়া গেছে।

প্রত্নতাত্ত্বিকদের দাবি, কফিনটির ভেতর এবং বাইরের দিকে স্বর্ণ দিয়ে কারুকাজ করা। ৩.৪ মিটার দৈর্ঘ্য এবং ১.৬ মিটার প্রস্থের কফিনটি শতভাগ সুরক্ষিত অবস্থায় ছিল। এর ভেতরে থাকা স্বর্ণগুলোও সুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। কফিনের পৃষ্ঠতলের জটিল অঙ্কন দেখেই মূলত এর রাজকীয় সূত্র সম্পর্কে ধারণা করেন সংশ্লিষ্টরা।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর