Bangladesh Pratidin

প্রকাশ : ১০ আগস্ট, ২০১৮ ০৫:২৫ অনলাইন ভার্সন
প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান করিয়ে অভিনব প্রতিবাদ নারীর!
অনলাইন ডেস্ক
প্রকাশ্যে সন্তানকে স্তন্যপান করিয়ে অভিনব প্রতিবাদ নারীর!
সংগৃহীত ছবি

কিছুদিন আগে ইন্টারনেট জুড়ে ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ভারতের এক ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি। সেই ছবিতে দেখা গিয়েছিল, এক নারী তার সন্তানকে স্তনপান করাচ্ছেন ৷ বিতর্ক ওঠে সারা ভারতজুড়ে ৷ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফ্যাশন শোতে নিজের সন্তানকে স্তন্যপানরত অবস্থায় শোতে হেঁটে ছিলেন মডেল। বিতর্ক উঠেছিল তখনও।

তবে এবার প্রতিবাদের ভাষাটা একদম অন্যভাবে দেখালেন এক নারী। প্রকাশ্যে নিজের সন্তানকে স্তন্যপান করানোর ঘটনায়, আশপাশে থাকা লোকজনের আপত্তি ওঠায়, স্তন না ঢেকে ঢাকলেন নিজের মুখ। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে ৷

জানা গেছে, সেই নারীর নাম মেলানিয়ে ডুডলি ৷ স্বামী সন্তানকে নিয়ে ছুটিতে ঘুরতে গিয়েছিলেন মেক্সিকোর কাবো সান লুকাসে। সেখানেই একটি রেস্তোরাঁয় নিজের সন্তানকে প্রকাশ্যে স্তন্যপান করাতে শুরু করেন মেলানিয়ে। এরপরেই আপত্তি ওঠে রেস্তোরাঁ বসে থাকা লোকজনের দিক থেকে ৷ 

কিন্তু এই নিয়ে কারও সঙ্গে তর্কে না জড়িয়ে মেলানিয়ে প্রতিবাদ করেছেন একেবারে অন্য ঢঙে ৷ কাপড় দিয়ে স্তন ঢাকার বদলে, ঢেকে ফেলেন নিজের মুখ। মেলেনিয়ার সেই ছবিটি ঝড়ের বেগে শেয়ার হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow