১২ আগস্ট, ২০১৮ ১২:৩৯

ফের পৃথিবী ধ্বংসের হুঁশিয়ারি মহাকাশ বিজ্ঞানীদের!

অনলাইন ডেস্ক

ফের পৃথিবী ধ্বংসের হুঁশিয়ারি মহাকাশ বিজ্ঞানীদের!

প্রতীকী ছবি

চলতি সপ্তাহেই ধ্বংস হতে পারে পৃথিবী। সেরকমই হুঁশিয়ারি দিচ্ছেন বিশ্বের তাবড় মহাকাশ বিজ্ঞানীরা৷ এর নেপথ্যে বিশালাকার গ্রহাণু৷ 

বিজ্ঞানীরা বলছেন, আজকালের মধ্যেই পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে একটি বিশালাকার গ্রহাণু৷ যা কোনও ভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে ২ কোটি হাইড্রোজেন বোমার সমান বিস্ফোরণ হবে৷ মুহূর্তে শেষ হয়ে যাবে পৃথিবী নামক গ্রহটি৷

মার্কিন মহাকাশ বিজ্ঞানী এথান সিগেল জানান, প্রায় ১৬ মাইল বিস্তৃত একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে আসবে৷ যদি বিপদ এড়িয়ে যায় তাহলে মঙ্গল৷ তা যদি না হয়, ধাক্কা লাগলে যে গ্রহাণুর ধাক্কায় ডাইনোসর যুগের অবসান হয়েছিল, তার চেয়ে ৩০ গুণ বেশি শক্তিশালী সংঘর্ষ হবে৷

এথানের কথায়, 'যদি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় গ্রহাণুটির, তাহলে ১০০ কোটি মেগাটন এনার্জি সৃষ্টি হবে৷ ২ কোটি হাইড্রোজেন বোমার সমান৷ মানবসভ্যতা ধ্বংস হয়ে যাবে৷' প্রতি ১৩৩ বছরে মহাকাশের ওই পাথগুলি সূর্যকে প্রদক্ষিণ করে৷ ১৯৯১ সালে শেষ বার এই বিশালাকার গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করেছে৷ এরপর আবার প্রদক্ষিণ শেষ হবে ২১২৬ সালে৷

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর