১৮ আগস্ট, ২০১৮ ১৭:৫২

ব্রিটেনে বিরল প্রজাতির মাকড়শার সন্ধান!

অনলাইন ডেস্ক

ব্রিটেনে বিরল প্রজাতির মাকড়শার সন্ধান!

একবারে ৬ ফুট পর্যন্ত লাফাতে পারে এক মাকড়শা৷ যার পোশাকি নাম অ্যাথলেটিক মস-ডুয়েলার৷ বিরল এই মাকড়শার দেখা মিলেছে ব্রিটেনে৷ 

ব্রিটেনে এর আগে কখনও এই ধরনের মাকড়শা দেখা যায়নি৷ গত কয়েক হাজার বছরের রেকর্ডেও এমন মাকড়শা দেখেনি ব্রিটেন৷ শরীরের বেশির ভাগ অংশটাই এই মাকড়শার মাথা৷ খালি চোখে দেখা যায়৷ 

ব্রিটেনের চেশায়রে মিলেছে এই মাকড়শা৷ এমন বিরল মাকড়শার আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা৷ চেশায়রে যে জায়গায় এই মাকড়শার দেখা মিলেছে, সেখানে আরও বিরল প্রজাতির মাকড়শা রয়েছে বলেই ধারণা বিজ্ঞানীদের৷

মাকড়শাটি প্রথম দেখা যায় জুন মাসে৷ পরীক্ষা করে অবশেষে বিরল জাম্পিং স্পাইডার হিসেবেই প্রমাণিত হয়েছে এই প্রাণিটি৷

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর