১৮ আগস্ট, ২০১৮ ১৮:১৪

খেলোয়াড় বিক্রি করে ছাগল কিনল ফুটবল দল!

অনলাইন ডেস্ক

খেলোয়াড় বিক্রি করে ছাগল কিনল ফুটবল দল!

ফুটবল ক্লাবে ফুটবলাররা থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু ফুটবলারদের জায়গায় যদি ছাগল চলে আসে? ব্যাপারটা বুঝতে পারলেন না নিশ্চয়ই। সম্প্রতি তুরস্কের ফুটবল ক্লাব গালস্পর তাদের ১৮ জন তরুণ খেলোয়াড়কে বিক্রি করে ১০টা ছাগলকে কিনল। কিন্তু তাদের এমন করার পিছনে উদ্দেশ্য কী? 

জানা গেছে, তাদের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ দলকে ভবিষ্যতের জন্য তৈরি করা। যেহেতু তরুণ দলগুলোর জন্য কোনো সরকারি অনুদানের ব্যবস্থা নেই, নেই কোনো স্পন্সরশিপও তাই এই ব্যবস্থা।

এই প্রসঙ্গে গালস্পরের প্রেসিডেন্ট কেনান বুইয়ুক্লেলেবি বলেন, আমাদের একটা স্থায়ী আয় দরকার। কোনো সরকারি অনুদান বা কর্পোরেট সাপোর্ট নেই। বাচ্চাদের জন্য আরও অর্থের প্রয়োজন। আমরা ১৫ হাজার লিরা (তুরস্কের মুদ্রা) আয় করেছি তরুণ খেলোয়াড়দের বিক্রি করে। এবং আশায় আছি আরও ৫০০০ লিরা আয় হবে ছাগলের দুধ বিক্রি করে। যার ফলে অতিরিক্ত খরচ মেটাতে পারব। 

এখন ১০টা ছাগল রয়েছে। যা থেকে আমরা তরুণ খেলোয়াড়দের জন্য অর্থ জোগাড় করতে পারব। আমরা আশায় আছি ৪০০০-৫০০০ লিরা আয় হবে। একই সঙ্গে ছাগলের সংখ্যাও বাড়বে। ছয় বছর পর যা ১৪০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর