Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ আগস্ট, ২০১৮ ০০:৩৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ আগস্ট, ২০১৮ ০৩:৪৬
১৫ বছর পর ফুটল 'মৃত্যু কুসুম'
অনলাইন ডেস্ক
১৫ বছর পর ফুটল 'মৃত্যু কুসুম'

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন লাইব্রেরির বাগানে সম্প্রতি ফুটেছে 'কর্পস ফ্লাওয়ার বা মৃত্যু কুসুম' নামে বিশেষ এক জাতীয় ফুল। আর এই ফুল দেখতে এখন ভিড় জমাচ্ছে হাজারো কৌতুহলী মানুষজন। এদিকে ফুলটি ফোটার পরপর বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আগ্রহের সাথে তা প্রচার করছে।

ফুলটির বৈজ্ঞানিক নাম হলো 'অ্যামরফোফ্যালাস টাইটানাম'। কিন্তু যে বিশেষ কারণে এই ফুলকে 'স্টিংক' বলে ডাকা হয় তা হল, ফোটার পর এই ফুল থেকে যে গন্ধ ছড়ায়, তা পচা মাংস বা মৃতদেহের গন্ধর মতোই! হান্টিংটন লাইব্রেরির মুখপাত্র লিজা ব্ল্যাকবার্ন জানিয়েছেন, এই ফুল ফুটতে সময় লাগে ১৫ বছর। কিন্তু ফুটে ওঠার প্রকৃত সময় মাত্র ২৪ ঘণ্টা। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow