১৯ আগস্ট, ২০১৮ ০৩:১৬

স্তন ক্যানসার সনাক্ত করবে কবুতর!

অনলাইন ডেস্ক

স্তন ক্যানসার সনাক্ত করবে কবুতর!

নারীদের শরীরে ক্যান্সারের কোষ সনাক্ত করতে সক্ষম কবুতর, আমেরিকায় এক গবেষণায় এমনই অবাক করা তথ্য উঠে এসেছে। যা অবাক করেছে মার্কিন বিজ্ঞানীদেরও। বায়োপসি এবং ম্যামোগ্রাম স্ক্যানের মাধ্যমেই এটা প্রমাণ করে দেখিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষণার প্রাপ্ত ফলাফলের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গেই 'চাকরি'তে রাখা হচ্ছে কবুতরকেও। বিশেষ করে নারীদের স্তন ক্যানসার সনাক্ত করতে কবুতরকে সব থেকে বেশি কার্যকারি ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

মার্কিন বিজ্ঞানীদের গবেষণা প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮৫% ক্ষেত্রে কবুতর সঠিকভাবেই শরীরের ক্যান্সার কোষগুলোকে সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলে শতাংশের হার আরও বাড়বে বলেই মনে করছেন মার্কিন গবেষক অধ্যাপক রিচার্ড লেভেনসন। তাঁর মতে, "একটি পায়রা একজন চিকিৎসকের মতই বলে দিতে পারছে ক্যান্সারের স্টেজ।

কীভাবে এই অসাধ্য সাধন হচ্ছে? 
বিজ্ঞান বলছে মানুষের মতই পায়রার মস্তিষ্কেও রয়েছে নিউরাল পাথওয়ে। কবুতরের মাথার আকার মানুষের তুলনায় অনেক ছোট হলেও নিউরাল পাথওয়ের জন্যই পায়রা ক্যান্সার কোষ সনাক্ত করতে সক্ষম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর