Bangladesh Pratidin

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:৪০ অনলাইন ভার্সন
ঘুমের ঘোরে চেয়ারকে ব্যাগ ভেবে নিয়ে রওনা দিল ছাত্র! (ভিডিও)
অনলাইন ডেস্ক
ঘুমের ঘোরে চেয়ারকে ব্যাগ ভেবে নিয়ে রওনা দিল ছাত্র! (ভিডিও)
সংগৃহীত ছবি
bd-pratidin

শরীর এবং মনের আরাম দিতে ভালো ঘুম দরকার। আর ঘুমের মধ্যে ভালো স্বপ্ন দেখলে তো কথাই নেই। কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ার মজা আর বিপদ দুইই আছে। কারণ তার থেকে বিরক্তিকর আর কিছুই হতে পারে না।

ফিলিপাইনে সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে। একটি স্কুলে ছুটির সময় ঘুমিয়ে পড়েছিল একটি শিশু। শিক্ষক এসে তার কাঁচা ঘুম ভাঙাতে ব্যাগ ভেবে চেয়ারই পিঠে চাপিয়ে বেরিয়ে পড়ে সে। ভিডিও দেখে হেসে লুটোপুটি শিক্ষক থেকে ছাত্র।

ইতিমধ্যেই ফেসবুকে এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে উঠছে। ভিডিওটিতে দেখা যায়, স্কুল ছুটির সময় এক শিশু গভীর ঘুমে অচেতন। শিক্ষক এসে তার ব্যাগ গুছিয়ে দেন। তারপর যেই না বাচ্চাটিকে ঘুম থেকে তোলেন, সে ঘুমের ঘোরে ব্যাগের বদলে চেয়ারটাকে ব্যাগ ভেবে নিয়ে রওনা দেয়।

জানা গেছে, ভিডিওটি ফিলিপাইনের। শিশুটির বয়স মাত্র চার বছর। সেই স্কুলের শিক্ষকরাও এই হাস্যকর দৃশ্য দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন। এই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন অ্যাগনেস র‍্যাভেলো ওরিলস। প্রায় ৫৫ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow