১২ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৩৮

৩০০ বছর পর 'শয়তানের চিঠি'র অর্থ উদ্ধার

অনলাইন ডেস্ক

৩০০ বছর পর 'শয়তানের চিঠি'র অর্থ উদ্ধার

ইতালির সিসিলির বাসিন্দা ওই সন্নাসিনীর নাম ছিল মারিয়া কোসিফিস্স ডেলা কোনসেজিওন। দাবি করেছিলেন, শয়তান ভর করেছিল তার ওপর। তাকে দিয়ে সেই শয়তান চিঠিও লিখিয়েছিলেন। ১৬৭৬ সালের ঘটনা সেটি। শোনা যায়, সারা রাত ধরে সেই চিঠি লেখার সময় চিৎকার করেছিলেন তিনি। বারবার জ্ঞান হারাচ্ছিলেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৫।

তবে ওই চিঠিতে যা লেখা হয়েছিল তার অর্থ এতদিন বের করা সম্ভব হয়নি। অবশেষে ৩০০ বছরেরও বেশি সময় পর চিঠির অর্থ উদ্ধার সম্ভব হয়েছে। ইতালির লুদার সাইন্স সেন্টারের গবেষকরা সাংকেতিক ভাষায় লেখার সেই চিঠির কিছু অংশের অর্থ বের করতে সক্ষম হয়েছেন। 

গ্রিক, আরবি, লাতিন ভাষার বর্ণ ব্যবহার করে ওই চিঠিতে লেখা হয়েছে, সৃষ্টিকর্তা ভাবেন তিনি মানুষকে মুক্তি দিতে পারেন। কিন্তু এ ব্যবস্থা কারো ক্ষেত্রেই কাজ করে না।

তবে খোদ লুদার সাইন্স সেন্টারের পরিচালকই এ চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, সম্ভবত সিজোফ্রেনিয়ায় ভুগতেন ওই সন্নাসিনী। বিভিন্ন ভাষার ওপর তার ভালো দখল ছিল। সে জন্যই তার দ্বারা এমন চিঠি লেখা সম্ভব হয়েছে। সূত্র: মিরর

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর