Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:২৯ অনলাইন ভার্সন
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:৪১
বিড়াল মেরে কারাগারে দুই যুবক!
অনলাইন ডেস্ক
বিড়াল মেরে কারাগারে দুই যুবক!
সংগৃহীত ছবি
bd-pratidin

মালয়েশিয়ায় বিড়াল মারায় জেলে যেতে হলো দুইজনকে। তিন বছরের কারাদণ্ড হয়েও যেতে পারে তাদের। 

লন্ড্রির কাপড় ধোয়ার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে একটি বিড়াল হত্যা করায় এ দু'জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিড়ালটি ছিলো গর্ভবতী। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দুইজন বিড়ালটিকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। পরে দেখা যায় সেখানেই প্রাণ হারায় সেটি।

কর্তৃপক্ষ সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের বিরুদ্ধে নিষ্ঠুরভাবে প্রাণি হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছর করে জেল হতে পারে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও একজনকেও খুঁজছে পুলিশ।

পুলিশই এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমকে দেয় অভিযুক্তদের শনাক্ত করতে। সেখানে দেখা যায়, তিনজন লোক বিড়ালটিকে ওয়াশিং মেশিনের ড্রয়ারে ঢুকাচ্ছে।

মেশিনে কয়েন ডুকিয়ে সেটি চালু করে দিয়ে তারা লন্ড্রি দোকান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে অন্য একজন বিড়ালটিকে মৃত অবস্থায় পায় মেশিনের মধ্যে।

এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় ওঠে দেশটিতে। প্রাণী সংরক্ষণ ও অধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানায়। অভিযুক্তদের ধরিয়ে দেয়ার জন্য প্রচারণা চালায়।

বিডি প্রতিদিন/১৪ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow