১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৪১

মাটি খুঁড়তেই হতভাগ্য কৃষক হয়ে গেলেন লাখপতি!

অনলাইন ডেস্ক

মাটি খুঁড়তেই হতভাগ্য কৃষক হয়ে গেলেন লাখপতি!

প্রতীকী ছবি

মাটি খুঁড়তেই ভাগ্য বদলে গেল এক কৃষকের। সারাদিন পরিশ্রম করা হতভাগ্য মানুষটা হঠাৎ করেই হয়ে গেলেন লাখপতি। বলছিলাম ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা পেশায় কৃষক প্রকাশ শর্মার কথা। 

জানা গেছে, মাঠে খোদাইয়ের কাজ করছিলেন তিনি। তখনই তিনি একটি হিরা খুঁজে পান। সেই মাঠে প্রকাশ একাই কাজ করতেন প্রকাশ। দুই বছর ধরে খোঁড়ার কাজ করছিলেন তিনি। শুক্রবার মাঠে কাজ করার সময়ে তিনি সেই হিরাটি পান। 

স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হিরাটি পরীক্ষা করে দেখা হয়েছে। হিরাটি ১২.৫৮ ক্যারেটের। যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে হিরাটি। এরপর হিরাটি নিলামে তোলা হয়। সেখানে হিরাটির দাম ওঠে ৩০ লাখ টাকা। 

নিলামের ১১ শতাংশ টাকা সরকারকে দিতে হয়েছে। হিরা পাওয়ার পরেই বদলে গিয়েছে প্রকাশের ভাগ্যের চাকা। তিনি জানিয়েছেন, নিলাম বাবদ পাওয়া টাকা তিনি ব্যবসা ও কৃষিকাজের জন্য লাগাবেন। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর