২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:১৭

সারে ক্ষতি হচ্ছে তরুণদের শুক্রাণুর!

অনলাইন ডেস্ক

সারে ক্ষতি হচ্ছে তরুণদের শুক্রাণুর!

ফলন বাড়াতে কৃষকরা জমিতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার প্রয়োগ করে। এতে ফসলের ফলন বাড়লেও ক্ষতি করছে পুরুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি উপাদানের। জমিতে সারের মাত্রাতিরিক্ত ব্যবহারে বিশেষ করে টিনএজারদের শুক্রাণুর ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিসা পেরি সম্প্রতি এমন আশঙ্কার কথা ব্যক্ত করেন।

কৃষকরা বিনা দ্বিধায় কৃষিজাত দ্রব্যের ফলন বাড়াতে তাদের জমিতে সার দিচ্ছে। আর গাছের বৃদ্ধিও হচ্ছে, ফলনও বাড়ছে। কৃষকও লাভবান হচ্ছে।
তবে গবেষকদের মত, সার টিনেজারদের শুক্রাণুর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। অতিরিক্ত সার ব্যবহারের ফলে যে ফসলের ফলন হচ্ছে, তা খেয়ে শুক্রাণু নষ্ট হয়ে যাচ্ছে টিনেজারদের।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিসা পেরি ফারো আইল্যান্ডের ৯০ জন তরুণের উপর একটি পরীক্ষা চালান।তরুণদের বেশিরভাগেরই বয়স ১৪ বছরের একটু বেশি। এতে দেখা যায়,  সারযুক্ত খাবার খাচ্ছে যেসব তরুণরা তাদের শুক্রাণু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরবর্তী জীবনে অর্থাৎ বিবাহিত জীবনে এর প্রভাব মারাত্মক হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর