২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৬

৪০০ ভয়ঙ্কর কুমির ও সাপের সঙ্গে বসবাস এই ব্যক্তির! (ভিডিও)

অনলাইন ডেস্ক

৪০০ ভয়ঙ্কর কুমির ও সাপের সঙ্গে বসবাস এই ব্যক্তির! (ভিডিও)

সংগৃহীত ছবি

সরীসৃপ প্রজাতির মধ্যে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে কুমির ও সাপ। ভয়ঙ্কর এই প্রাণিগুলোকে দেখলেই মানুষ ভয় পায়। আর সেখানে তো বসবাসের প্রশ্নই উঠে না। অথচ ফ্রান্সের ফিলিপ গিলেত দীর্ঘ দিন ধরে প্রায় ৪০০ ভয়ানক সরীসৃপের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করে আছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘হাফিংটন পোস্ট’-এর প্রতিবেদন থেকে জানা যায়, গত দুই দশকে সরীসৃপ-প্রেমিক ফিলিপ তাঁর নিজ বাড়িতে ৪০০ ভয়ানক সরীসৃপ ও অন্য বিপজ্জনক প্রাণির আস্তানা তৈরি করেছেন, যার মধ্যে র‌্যাটলস্নেক, টারানটুলা, অ্যালিগেটর ও বিভিন্ন প্রকারের সাপ বর্তমান। 

গিলেতের সংগ্রহে রয়েছে দু’টি অ্যালিগেটর। এদের নাম যথাক্রমে- অ্যালি এবং গেটর। তিনি এদের একটি চামড়া কারখানা থেকে উদ্ধার করেছিলেন। বাকি জীবজন্তুদেরও অধিকাংশই পরিত্যক্ত অথবা উপহারে পাওয়া। 

এক সাক্ষাৎকারে ফিলিপ জানান, মানুষ অধিকাংশ ক্ষেত্রেই জীবজন্তুদের বুঝতে চায় না। অথচ বোঝার চেষ্টা করলে তারা ভাল বন্ধু হতেই পারে। সরীসৃপ সম্পর্কে মানুষের ভীতি দূর করা তাঁর জীবনের অন্যতম উদ্দেশ্য। তাঁর বাড়ির দরজা তিনি অবারিত রেখেছেন। যে কোনও ব্যক্তি সেখানে গিয়ে সরীসৃপ-সংক্রান্ত ভয় দূর করে আসতে পারেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর