Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৮ ০৪:৩২ অনলাইন ভার্সন
ছাগলের সহায়তায় অস্ত্র উদ্ধার!
অনলাইন ডেস্ক
ছাগলের সহায়তায় অস্ত্র উদ্ধার!

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হাঁসখালি এলাকায় ঘটেছে অদ্ভুত এক ঘটনা। একটি ছাগলের কাণ্ডে আটক করা গেছে মরণাস্ত্রগুলো।

অনেকগুলো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল একটি ভ্যানে। সেখানে বিচালি গাঁদার ভেতরে ঢেকে রাখা হয় বেশ কয়েকটি এয়ারগান ও  রিভলবার। ওই ভ্যানে ছিল তিনজন। অভিযোগ, সীমান্ত দিয়ে অস্ত্রগুলো পাচারের চেষ্টা করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। হঠাৎ সেখানে এসে হাজির হয় একটি ছাগল; ভ্যানে রাখা বিচালি খাওয়া শুরু করে দেয়।সন্ধান মেলে ওই অস্ত্রগুলোর।  

জানা গেছে, নদীয়া জেলার রামনগর পূর্বপাড়া দিয়ে অস্ত্রগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। ছিল সীমান্তরক্ষীদের কড়া পাহারা। পরিস্থিতি বেগতিক দেখে ভ্যানের মালিকসহ বাকি দু'জন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ভ্যানটি রেখে কেটে পড়ার চেষ্টা করে। কিন্তু সেখানেই বাধল যত বিপত্তি। আচমকা ভ্যানে থাকা বিচালি খেতে শুরু করে একটি ছাগল, বেরিয়ে আসে বন্দুকের বাঁট। বিচালি সরাতেই থরে থরে সাজানো এয়ারগান বেরিয়ে আসে। এরপর অভিযুক্তদের আটকে রেখে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস নামের তিনজনকে আটক করা হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow