Bangladesh Pratidin

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০১৮ ১৮:৫০ অনলাইন ভার্সন
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮ ২০:০৬
সেলফির নেশায় ২৭তলা থেকে পড়লেন নারী, এরপর... (ভিডিও)
অনলাইন ডেস্ক
সেলফির নেশায় ২৭তলা থেকে পড়লেন নারী, এরপর... (ভিডিও)

প্রায় প্রতিদিনই সেলফি তুলতে গিয়ে বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছেন এবং পড়ছেন অসংখ্য মানুষ। সম্প্রতি এক ভাইরাল ভিডিও ফুটেজে পাওয়া গেল তারই এক আতঙ্ক উদ্রেককারী নিদর্শন। 

সেলফি তুলেতে গিয়ে এক ভবনের ২৭ তলা থেকে পড়ে গেলেন এক নারী। সেই ভয়াবহ দৃশ্যেরই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ঘটনাটি পানামা সিটির। মৃত নারী পেশায় শিক্ষিকা ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তিনি সম্প্রতি ভিলা দা আভে থেকে পানামা সিটিতে চলে এসেছিলেন। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, সেলফি তোলার সময়ে প্রবল বেগে হাওয়া বইছিল। সেই কারণেই নিজের ভারসাম্য সামলাতে না পেরে তিনি পড়ে যান।

বহুতলের উল্টো দিকের বাড়ি থেকে এক নির্মাণকর্মী এই দৃশ্যটি ক্যমেরাবন্দী করেন। সেই ভিডিও-ই টুইটারের ছড়িয়ে পড়ে সর্বত্র। এই দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।

বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow