১৮ অক্টোবর, ২০১৮ ০৯:০৫

পেট থেকে ৩৩ কেজি ওজনের টিউমার অপসারণ!

অনলাইন ডেস্ক

পেট থেকে ৩৩ কেজি ওজনের টিউমার অপসারণ!

ভারতের তেলেঙ্গানার একটি হাসাপাতালের চিকিৎসকরা সম্প্রতি এক নারীর পেট থেকে ৩৩ কেজি ওজনের একটি টিউমার সফলভাবে অস্ত্রোপচার করে  বের করেছেন। এতেই হয়ে গেছে রেকর্ড।

জানা গেছে, কোয়েম্বত্তুরের বাসিন্দা বসন্তা বেশ কিছু দিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। তার পেটটি অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছিল। পেশায় ঠিকাকর্মী বসন্তা প্রথম দিকে তা গুরুত্বই দেননি। কিন্তু পরে পেটের আকার বড় হতে থাকে। পরে চিকিৎসকের কাছে যান তিনি। বেশ কিছু পরীক্ষা করার পর জানা যায়, বসন্তার পেটে বিশাল আকৃতির এক টিউমার রয়েছে। তড়িঘড়ি তাকে কোয়েম্বত্তুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসকদের একটি বিশেষদল গঠন করা হয়। পরে সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয় টিউমারটি। জানা গেছে, টিউমারটির ওজন প্রায় ৩৩ কেজি। চিকিৎসকদের দাবি, এত বিশাল ওজনের টিউমার এর আগে কখনো দেখা যায়নি। বসন্তাই প্রথম যার পেট থেকে ৩৩ কিলোগ্রামের টিউমার বের হলো। অপারেশনের পর সুস্থ রয়েছেন বসন্তা। অপারেশনের পর তার ওজন ৭১ কেজি থেকে কমে ৪১-এ এসে দাঁড়িয়েছে।

  বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর