৯ নভেম্বর, ২০১৮ ০২:৩৩

মৎস্যজীবীর বড়শিতে দেখা দিল গভীর সাগরের ‘জলদানব’! (ভিডিও)

অনলাইন ডেস্ক

মৎস্যজীবীর বড়শিতে দেখা দিল গভীর সাগরের ‘জলদানব’! (ভিডিও)

সংগৃহীত ছবি

সমুদ্রে স্কুইড ধরছিলেন এক মৎস্যজীবী। এমন সময়ই ঘটল এক রোমাঞ্চকর ঘটনা। পানি থেকে মাথা তুলল যে, তাকে ‘জলদানব’ ছাড়া আর অন্য কিছু ভাবা যায় না।

জানা যাচ্ছে, ঘটনা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের। সেখানকার সমুদ্রেই স্কুইড ধরছিলেন ড্যানিয়েল মেডলিন। তার বড়শিতে তখন সদ্য ধরা পড়েছে একটি স্কুইড। এমন সময়েই সমুদ্রের পানি তোলপাড় করে উঠে এল সে। এক সুবিশাল হাঙর। 

হাঙরটি সম্ভবত ভেবেছিল তাকে খেতে দেওয়া হচ্ছে। সে ড্যানিয়েলের বড়শিতে ধরা স্কুইডে কামড় বসায়। ড্যানিয়েল প্রথমে ভেবেছিলেন কোন ডলফিন এই কাণ্ড ঘটাচ্ছে। কিন্তু অচিরেই তিনি টের পান, স্কুইডের লোভে উঠে আলা প্রাণীটি ডলফিন নয়। 

যাই হোক, এই বিরল দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে সমর্থ হন ড্যানিয়েল। তারপরে সেই ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। নিচে রইল সেই ভিডিও। আমাদের পাঠকেরাও স্বাদ নিন গভীর সাগরের মূর্তিমান আতঙ্কের। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর