১২ নভেম্বর, ২০১৮ ১৩:০৩

যে শহরে রাস্তায় থুথু ফেললে নিজেকেই পরিষ্কার করতে হবে!

অনলাইন ডেস্ক

যে শহরে রাস্তায় থুথু ফেললে নিজেকেই পরিষ্কার করতে হবে!

সংগৃহীত ছবি

রাস্তাঘাটে থুথু বা পানের পিক ফেলা মানুষের নিত্যদিনের অভ্যাস। এ ধরনের বদ অভ্যাসের কারণেই নোংরা হয় রাস্তাঘাট। তাই এবার সেইসব লোকজনের জন্য নতুন নিয়ম হয়েছে ভারতের পুনেতে। রাস্তায় থুথু ফেললে নিজেকেই সেটা পরিষ্কার করতে হবে। সঙ্গে দিতে হবে জরিমানাও।

শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান দানেশ্বর মোলক জানিয়েছেন, শুধুমাত্র আর্থিক জরিমানা নিয়ে কোনও কাজ হচ্ছে না। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
প্রাথমিকভাবে পুনের পাঁচটি ওয়ার্ড বিবওয়াড়ি, আন্ধ, ইয়েরাওয়াড়া, কসবা ও ঘোলে রোডে এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই নিয়মে সাফল্য এলে আগামী দিনে অন্যান্য জায়গাতেও এই নিয়ম চালু করা হবে বলে জানানো হয়েছে।

গত আটদিনে অন্তত ১৫৬ জনকে রাস্তায় হাতে-নাতে ধরে ফেলা হয়েছে। প্রত্যেককে তৎক্ষণাৎ রাস্তা থেকে থুথু পরিষ্কার করতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি ১৫০ টাকা করে জরিমানাও নেওয়া হয়েছে। এইভাবে গোটা শহরের মানুষকে বার্তা দিতে চাইছে কর্পোরেশন। যাতে তারা দ্বিতীয়বার থুথু ফেলার আগে লজ্জাবোধ করে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর