১৬ নভেম্বর, ২০১৮ ২১:২৬

বাথটাব ভর্তি কয়েন দিয়ে আইফোন এক্সএস কিনল যুবক!

অনলাইন ডেস্ক

বাথটাব ভর্তি কয়েন দিয়ে আইফোন এক্সএস কিনল যুবক!

সংগৃহীত ছবি

এক দল যুবক একটি বাথটাব ভর্তি কয়েন নিয়ে এসেছেন লেটেস্ট আই ফোন কিনতে৷এ দৃশ্য দেখে শপিং মলে আসা অন্য ক্রেতারা হতবাক৷ অনেকেই এই ঘটনার সাক্ষী রাখতে মোবাইলে ভিডিও রেকর্ড বটন প্রেস করতে ভোলেননি৷ 

রাশিয়ান ব্লগার ভিয়াতোস্লাভ কোভালেকো এমন কাণ্ডটি ঘটিয়েছেন৷ সাতজনের ঘাড়ে চাপিয়ে ৩৫০ কিলোগ্রামের বাথটাবটি নিয়ে এসেছিলেন মস্কো শপিং মলে৷ তাতে ভরা কমপক্ষে ১,৩০০ ইউরোর রাশিয়ান রুবেলের কয়েন৷ যা নতুন বাজারে আসা আইফোনের লেটেস্ট মডেল iPhone XS কিনতে যথেষ্ট৷

ভিডিও রেকর্ডিং করা সেই দৃশ্য ছড়াতেও সময় লাগেনি৷ অনলাইনে পোস্ট করা সেই ফুটেজে দেখা যায় ওই পুরুষদের গাড়িতে রয়েছে বাথটাব৷ সেখান থেকেই তারা বাথটাবটি মাথায় তুলে নিয়ে আসেন শপিং মলের ভিতর৷ তারা শপিং মলের এক প্রান্ত থেকে কমার্শিয়াল এলাকায় এসে পৌঁছায়৷ তা দেখে শপিং মলে থাকা বাকি ক্রেতারা হতচকিত হয়ে যান৷
 
যদিও তাদের প্রথমে নিরাপত্তারক্ষীরা আটকায়৷ তবে তাঁরা শেষ পর্যন্ত তাঁদের নির্দিষ্ট দোকানে পৌঁছে যান৷ যেখানে তাঁদের সেই পয়সা গুনতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে৷

ওই দোকানের পাবলিক রিলেশন ম্যানেজার লুডমিলা সেমুশিনা জানিয়েছেন, “আমি আমাদের দোকান থেকে একটি ফোন কল পাই৷ ফোনে বলা হয় কোনও এক ব্লগার এসেছেন এবং সঙ্গে নিয়ে এসেছেন তাঁর বাথটাবটি৷ তাতে কয়েন ভর্তি করা রয়েছে৷”

তিনি বলেন, “আমি ভাবি তিনি মশকরা করছেন৷ কিন্তু তাঁরা যেটা বলছেন সেটা প্রমাণ করতে একটি ছবিও পাঠান আমাকে৷ কিন্তু সেই ব্লগার বলেননি তাঁরা কারা৷” তিনি আরও জানান “তাঁরা একটি কোম্পানি থেকে এসেছিলেন ও তাঁদের কাছে ক্যামেরাও ছিল৷ আমার মনে হয় কেউ কয়েন ভর্তি বাথটাব এনে বিষয়টি কেমন মজাদার হয় সেটাই ফিল্মে বন্দি করতে চেয়েছিলেন৷”

দোকানের পাবলিক রিলেশন অফিসার জানান “আমরা বলতে পারিনা এটা আমাদের কাছে খুব স্বাভাবিক ঘটনা৷ কারণ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে ক্রেতারা কেউ এমন কয়েন ভর্তি করে প্রতিদিন আমাদের দোকানে আসেন না৷”

তিনি জানান “আমাদের কাছে এমনই আরেকটি কেস এসেছিল দু’বছর আগে৷ একটি ছেলে একটি আইফোন কিনতে বয়াম ভর্তি কয়েন নিয়ে এসেছিল৷ কিন্তু সেসময় আইফোনের দাম কম ছিল এবং তার কাছে কম কয়েন ছিল৷ আমরা তার সেই কয়েনগুলিও গ্রহণ করি৷”

বিডি প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর