Bangladesh Pratidin

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০১৮ ১০:০৩ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১১:০৩
প্রকাশ্যে নগ্ন হয়ে 'তরুণীদের' উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ্যে নগ্ন হয়ে 'তরুণীদের' উদ্দাম নাচ, ভিডিও ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কিছু 'তরুণী' নিজের শরীরের জামাকাপড় খুলে উদ্দাম নাচানাচি করছেন। না, এটা কোনো পর্ন সিনেমা নয়। বস্তবেই এমনটা ঘটেছে ভারতে।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, গত ৪ নভেম্বর উদ্বোধন হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে উঠে আসছে দিল্লির সিগনেচার ব্রিজ। ৬৭৫ মিটার দীর্ঘ এই ঝুলন্ত সেতুকে ঘিরে তরুণ-তরুণীদের মধ্যে দেখা দিয়েছে অদ্ভুত উন্মাদনা। এবার সেই ব্রিজের ওপর আপত্তিকর দৃশ্যের একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল, যেখানে কিছু ‘তরুণী’কে জামাকাপড় খুলে উদ্দাম নাচানাচি করতে দেখা গেছে। এরই মধ্যে ভিডিওটি ব্যাপক মাত্রায় শেয়ার হয়ে গেছে।

পরে অনুসন্ধান করে জানা গেছে, যারা নাচানাচি করছিলেন তারা রূপান্তরকামী। কিন্তু ঠিক কী কারণে এই উল্লাস, তা জানা যায়নি। ভিডিওয় দেখা গেছে, তাঁদের এই নাচ দেখতে বেশ ভিড়ও হয়ে গিয়েছিল। কেউ কেউ বাইক নিয়ে এই 'তরুণীদের' সঙ্গে কথাবার্তা বলতেও এগিয়ে যাচ্ছিলেন।


বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৮/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow