১৭ নভেম্বর, ২০১৮ ২৩:৪৫

ইঞ্জিনবিহীন ট্রেনের যাত্রা!

অনলাইন ডেস্ক

ইঞ্জিনবিহীন ট্রেনের যাত্রা!

এবার ইঞ্জিনবিহীন একটি ট্রেনের যাত্রা শুরু হয়েছে ভারতে। দেশটির বেরিলি থেকে মোরাদাবাদ পর্যন্ত গত শুক্রবার থেকে এ ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সম্পূর্ণ এসি এই ট্রেন সেল্ফ প্রপিউলেশন মোডিউলে ১৬০ কেএমপিএইচ এ চলবে। এতে দ্রুত অ্যাক্সেলারেশনের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে।

শত কোটি রুপি খরচে নির্মিত এই ট্রেনটি প্রথম লং ডিসট্যান্স ট্রেন, যাতে কোনো আলাদা ইঞ্জিন নেই। ইন্টিগ্রাল কোট ফ্যাক্টরির তৈরি এ ট্রেনটি-কে দেখা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের উত্তরসূরি হিসেবে। ট্রেনটি বানাতে ১৮ মাস সময় লেগেছে। ১১ নভেম্বর এটি দিল্লি রওনা হয়। দু'দিন পরে সেখানে পৌঁছায়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর