১৮ নভেম্বর, ২০১৮ ২১:৩৪

প্রাচীন গর্ভবতী নারীর সমাধির সন্ধান!

অনলাইন ডেস্ক

প্রাচীন গর্ভবতী নারীর সমাধির সন্ধান!

গর্ভবর্তী এক নারীর সমাধি আবিষ্কৃত হয়েছে মিসরে। আবিষ্কৃত সমাধিটি প্রায় ৩৫০০ বছরেরও বেশি সময় আগের। সমাধিতে ওই নারীর গর্ভে তার সন্তানের কঙ্কালও রয়েছে।

গবেষণায় জানা গেছে, মৃত্যুর সময় ওই গর্ভবতী নারীর বয়স ছিল ২৫ বছর। সেদেশের আসওয়ান শহরে আসওয়ান-কম ওম্বো প্রজেক্টে ইতালিয়ান-আমেরিকান মিশন এটি আবিষ্কার করেছে বলে বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে। 
মিসরের সুপ্রিম কোর্ট অব অ্যান্টিকুইটিস'র জেনারেল সেক্রেটারি মোস্তফা ওয়াজিরি জানান, আবিষ্কৃত সমাধিটি ৩৫০০ বছরেরও বেশি সময় আগের। গর্ভবতী নারীর অক্ষত সমাধিটি একটি ছোট সমাধিক্ষেত্রে পাওয়া গেছে। ওয়াজিরি বলেন, শিশুটির কঙ্কাল তার মায়ের তলপেটে পাওয়া গেছে। আবিষ্কারের সময় শিশুটি অস্বাভাবিক অবস্থানে ছিল। ধারণা করা হচ্ছে সম্ভবত এই কারণে জন্মের সময় মা ও শিশু দুজনেরই মৃত্যু হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর