২১ নভেম্বর, ২০১৮ ১৮:২০

সমুদ্রে নয়, রাস্তায় মাছের ছড়াছড়ি!

অনলাইন ডেস্ক

সমুদ্রে নয়, রাস্তায় মাছের ছড়াছড়ি!

নদী বা কোন সমুদ্রে নয়, রাস্তায় মাছের ছড়াছড়ি! আর তা নিয়ে রীতিমত হুড়াহুড়ি। অবাক হচ্ছেন তো! হ্যাঁ, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের দিঘার অদূরে পল্লীভারতী স্ট্যান্ডের একটু আগে। ভাবছেন আসল বিষয়টি কী! 

জানা যায়, আজ বুধবার দুপুরে ভারতের দিঘা মোহনা থেকে প্রায় লক্ষাধিক টাকার ক্যাটল ফিস নিয়ে কাঁথির দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। দিঘার অদূরে পল্লীভারতী স্ট্যান্ডের একটু আগে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় মাছবোঝাই পিকআপ ভ্যানটি। 

স্থানীয়রা জানান, বেশ গতিতেই ছুটছিল গাড়িটি। গতির কারণেই পাল্টি খায় গাড়িটি। আর এতে করেই নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার মাছ।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর