২২ নভেম্বর, ২০১৮ ১০:৫৭

রাতের আকাশে রহস্যঘেরা কী এই বস্তু?

অনলাইন ডেস্ক

রাতের আকাশে রহস্যঘেরা কী এই বস্তু?

রাতভর আকাশে ঘোরাফেরা করেছে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বা অজানা এক উড়ন্ত বস্তু। এতে করে উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়াতেও। ট্যুইটার-ফেসবুকে হু হু করে ছড়িয়ে পড়ে সেই বস্তুর ছবি। যদিও সবাইকে হতাশ করে পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানাল, ওটা আসলে মিসাইল টেস্ট।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে অ্যারিজোনার আকাশ জুড়ে ছেয়ে যায় এক অদ্ভুত আলোর আনাগোনা। পেন্টাগনের তরফ থেকে মুখপাত্র জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর স্ট্র্যাটেজিক সিস্টেমস প্রোগ্রামস ট্রাইডেন্টের মিসাইল পরীক্ষা করা হচ্ছিল এদিন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্র থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। সিস্টেমের ক্ষমতা পরীক্ষা করতে মাঝে-মধ্যেই এই টেস্ট করতে হয়। আর এই ধরণের পরীক্ষার আগে কোনও ঘোষণা করা হয় না বলেও জানানো হয়েছে।

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ হতভম্ব। অনেকেই ভাবলেন বুঝি এল ভিনগ্রহের যান। ট্যুইটারে কিংবা ফেসবুকে অন্যান্য বন্ধুদের অভিজ্ঞতার কথা জানতেও চাইলেন অনেকেই।

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর