৯ ডিসেম্বর, ২০১৮ ০৬:২৯

মন্ত্রীকে থাপ্পড়, অতঃপর...

অনলাইন ডেস্ক

মন্ত্রীকে থাপ্পড়, অতঃপর...

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালেকে থাপ্পড় ও ধাক্কা মারার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে দেশটির মহারাষ্ট্রের অম্বর নাথ শহরে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তির নাম প্রবীণ গোসাবি। ছবি তুলতে যাওয়ার অযুহাতে মন্ত্রীর কাছে চলে যায় সে। কিন্তু পরে হঠাৎ মন্ত্রীর উপর আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাষণ দিয়ে স্টেজ থেকে নামার পরই মন্ত্রীর ওপর চড়াও হয় ওই ব্যক্তি। তাকে পিছন থেকে ধাক্কা মারে। এরপরই গালে থাপ্পড় মারে।

ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রীর অনুগামীরা। প্রবীণকে ধরে মাটিতে ফেলে পেটায়। অনুগামীদের মারে গুরুতর আহত হয় সে। পরে মন্ত্রীর বডিগার্ড ও পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে তা জানার চেষ্টা চলছে। তাছাড়া ওই প্রবীণের মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা টুয়েন্টিফোর।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর