৯ ডিসেম্বর, ২০১৮ ১২:১১

ওপেক'র নতুন সিদ্ধান্তে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা

অনলাইন ডেস্ক

ওপেক'র নতুন সিদ্ধান্তে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা

ফাইল ছবি

বাড়তে চলেছে জ্বালানির দাম। ওপেক অন্তর্ভুক্ত দেশগুলির সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। গতকাল শনিবার ভিয়েনায় অনুষ্ঠিত ওপেকের সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে সিদ্ধান্ত হয় তেলের উৎপাদন তারা কমাবে সর্বোচ্চ ২৫ শতাংশ। প্রত্যেক দিন ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানোর হবে বলে জানায় তারা। এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে রাশিয়াও।

ওপেক সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের প্রথমার্ধ প্রত্যহ ১২ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে। ওপেক অন্তর্ভুক্ত দেশগুলি দিনে ৮ লক্ষ ব্যারেল এবং রাশিয়াসহ অন্যান্য সহযোগী দেশগুলি ৪ লক্ষ ব্যারেল তেল উৎপাদন কমাবে।

খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডার ওপেকের সদস্য দেশগুলি। তাদের রয়েছে বিশ্বের ৮২ শতাংশ তেল, ৭২ শতাংশ প্রাকৃতিক গ্যাস। বিশ্বে তেল রফতানিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ওপেক গোষ্ঠীভুক্ত দেশগুলি। 

এদিকে, ওপেক সদস্য রাষ্ট্রগুলির তেলের উত্তোলন কমানোর সিদ্ধান্ত সামনে আসতেই তেলের দাম বেড়েছে ৪ শতাংশ। এরপর বিশ্ব বাজারে তেলের দাম কোন পর্যায় পৌঁছাবে তা ভেবেই আতঙ্কে ভূগছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যন্যরা।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর