১৪ ডিসেম্বর, ২০১৮ ১২:৩৬

নাক দিয়ে রক্ত গড়ানোর পরও খবর পড়লেন সঞ্চালক (ভিডিও)

অনলাইন ডেস্ক

নাক দিয়ে রক্ত গড়ানোর পরও খবর পড়লেন সঞ্চালক (ভিডিও)

জো হিউন-ইল

পেশাকে অনেকেই জীবনের চেয়েও বেশি মূল্যবান ভাবেন। এমন একটি উদাহরণ আবারও দেখা গেল। নাক দিয়ে রক্ত গড়ানোর পরও খবর পড়া না থামিয়ে স্বাভাবিকভাবে উপস্থাপন শেষ করেছেন দক্ষিণ কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল। 

স্পোটিভির ‘এনবিএ’সেগমেন্টটি উপস্থাপনা করছিলেন জো হিউন-ইল। সে সময় হঠাৎ করেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। রক্ত তার দুই ঠোটের উপর দিয়ে গড়িয়ে থুতনির শেষ পর্যন্ত আসলেও জো হিউন খবর পড়ায় ছিলেন অবিচল। তিনি স্টুডি ছেড়ে উঠে চলে যাননি। এ সময় সহকর্মীকে উদ্বিগ্ন দেখা গেলেও তিনি এমনভাবে সংবাদ সঞ্চালনা করেছেন যেন কিছুই হয়নি।

সেই ভিডিও স্পোটিভি আপলোড করেছে টুইটারে। তার পর ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।

ভিডিওতে দেখা যাচ্ছে, হিউন-ইলের নাক দিয়ে রক্ত গড়ানোর সময় তার সহকর্মীকে উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি থেকেছেন অবিচল। কাজের প্রতি এ রকম একাগ্রতা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। সূত্র: দ্য সান।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন...

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর