১৪ জানুয়ারি, ২০১৯ ১৪:০৯

গোটা পাহাড় চুরমারের ঘটনায় তোলপাড় রাশিয়া! (ভিডিও)

অনলাইন ডেস্ক

গোটা পাহাড় চুরমারের ঘটনায় তোলপাড় রাশিয়া! (ভিডিও)

সংগৃহীত ছবি

এইমাত্র ছিল, এখন আর নেই। এ যেন জাদু। কিন্তু তাই বলে গোটা একটি পাহাড়। আর এই পাহাড়ের পুরোপুরি চুরমার হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় রাশিয়া। জানা গেছে, সাইবেরিয়ায় একটি পাহাড়ে ঘটেছে এই ঘটনা। রাশিয়ান সেনাবাহিনীকে এই ঘটনার তদন্তে ইতোমধ্যে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, ৫২৫ ফুট উঁচু পাহাড়টি চুরমার হওয়ার ফলে পাথরের টুকরো নিকটবর্তী বুরেয়া নদীকে গিয়ে পড়েছে। নদীর গতি তাতে রুদ্ধ হয়ে পড়েছে। নিকটবর্তী গ্রামগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দিয়েছে। পাথরের টুকরোর পরিমাণ এতটাই যে, তা দিয়ে ১৩,৬০০ অলিম্পিক সুইমিং পুল ভরাট করে দেওয়া যায় বলে জানিয়েছে রুশ সেনাবাহিনী। সেনাবাহিনী বিস্ফোরণ ঘটিয়ে নদীখাত পরিস্কার করতে উদ্যোগ নিয়েছে। 

কিন্তু ঠিক কী কারণে পাহাড়টি চুরমার হয়ে পড়ল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এ বিষয়ে রুশ সেনাবাহিনী যা জানাচ্ছে, তা অতি রহস্যময়। ধসের আকার-প্রকার দেখে তাদের মন্তব্য হয় উল্কাপাত, নয়তো ইউএফও'র ধাক্কায় এমনটা ঘটতে পারে। উল্লেখ্য, ওই অঞ্চলে কোনও ভূমিকম্প হয়নি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর