১৭ জানুয়ারি, ২০১৯ ১৭:৫৩

মেশিনে পয়সা ফেললেই পাওয়া যাচ্ছে ছারপোকার স্ন্যাক্স!

অনলাইন ডেস্ক

মেশিনে পয়সা ফেললেই পাওয়া যাচ্ছে ছারপোকার স্ন্যাক্স!

সংগৃহীত ছবি

নির্দিষ্ট কোনও দ্রব্যের ভেন্ডিং মেশিনে নির্দিষ্ট অর্থ ফেলে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয়ে থাতে। কিন্তু তাই বলে পোকামাকড় দিয়ে তৈরি স্ন্যাক্সের জন্য ভেন্ডিং মেশিন! হ্যাঁ, এমনই একটি ভেন্ডিং মেশিনের দেখা মিলছে জাপানের টোকিওতে।

জানা গেছে, তোকিউশি তোমোদা নামের ৩৪ বছরের এক যুবকের মাথায় এই অভিনব ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনা আসে। পেশায় বেলুন বিক্রেতা তোকিউশি খাবারের ঘাটতি মেটাতেই এই পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন। প্রায় ১০টির মতো পতঙ্গ থেকে তৈরি স্ন্যাক্স এখানে পাওয়া যায়।

কিন্তু কেন এমন অদ্ভুত পরিকল্পনা এল তার মাথায়? বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে কথা বলতে বলতে কোনও এক দিন খাদ্য ঘাটতির প্রসঙ্গ উঠলে, তারপরেই এই পরিকল্পনা তার মাথায় আসে বলে জানিয়েছেন তোকিউশি। তারপরেই গত বছর নভেম্বরে এই ভেন্ডিং মেশিনটি বসানোর ব্যবস্থা করেন তিনি। এখানে পাওয়া যায় মশলা মাখানো বা নোনতা ঝিঁঝিঁ পোকা, বিশেষ উপায়ে তৈরি করা ট্যারান্টুলা ইত্যাদি। সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে ঝিঁঝিঁ পোকা এবং সব থেকে দামী ট্যারান্টুলা।

এই ভেন্ডিং মেশিন থেকে ভালোই কেনাবেচাও হয় বলে জানা যায়। তোকিউশি জানিয়েছেন যে, বিকল্প খাদ্যের জোগান দেওয়ার এই ব্যবস্থা করতে পেরে রীতিমতো আনন্দিত তিনি। আরও কী কী উপকরণ এখানে যোগ করা যায়, সেটা নিয়েও চিন্তা-ভাবনা করছেন বলে জানিয়েছেন তোকিউশি। সূত্র : আনন্দবাজার


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর