১৯ জানুয়ারি, ২০১৯ ১০:৩৩

চাকরিতে টার্গেট ছুঁতে ব্যর্থ কর্মীদের অভিনব শাস্তি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

চাকরিতে টার্গেট ছুঁতে ব্যর্থ কর্মীদের অভিনব শাস্তি, ভিডিও ভাইরাল

ব্যস্ত রাস্তায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন কোর্ট-টাই পরিহিত কিছু নারী-পুরুষ। তাদের সামনে পতাকা হাতে হেঁটে চলেছেন আরও একজন। আশপাশ দিয়ে যাওয়া পথচারীরা সেটা তাকিয়ে তাকিয়ে দেখছেন। কেউবা আবারও ছবি তুলছেন, আবার কেউ কেউ ভিডিও করছেন। না, এটা কোনো নাটক-সিনেমার গল্প কিংবা কোনো প্রতিবাদের কর্মসূচি নয়। এটা ছিল শাস্তির একটি পন্থা। ইতোমধ্যে এ ঘটনার ভিডিওটি ভাইরাল হয়েছে। এবং যা দেখার পর বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ঘটনাটি চীনের। বছর শেষে কোম্পানির দেওয়া টার্গেটে পৌঁছতে পারেননি। আর এজন্য শাস্তি হিসেবে তাদের ভিড়েঠাসা রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করে দেশটির সেই কোম্পানিটি। পুলিশের হস্তক্ষেপে  মধ্যস্থতার ওই শাস্তি থেকে রেহাই পান কোম্পানির কর্মীরা। তবে ততক্ষণে ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদমধ্যমের খবর অনুযায়ী, ওই কোম্পানিটিকে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই ভিডিও দেখে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কোম্পানির কর্মীদেরই দোষারোপ করেছেন। কেন তারা ওই শাস্তি মাথা পেতে নিলেন? কেউ কেউ প্রশ্ন তুলেছেন টাকার জন্য এভাবে মাথা বিকিয়ে কীভাবে দেওয়া য়ায়?

বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর