২২ জানুয়ারি, ২০১৯ ১৪:৩৯

কমনওয়েলথের ১০টি শক্তিশালী দেশ

অনলাইন ডেস্ক

কমনওয়েলথের ১০টি শক্তিশালী দেশ

কমনওয়েলথে বিশ্বের ৫৩ টি দেশ অন্তর্ভুক্ত। এদের মধ্যে বেশিরভাগই এমন দেশ, যারা কোনো-না- কোনো সময় ব্রিটেনের উপনিবেশ ছিল। তবে এখন কয়েকটি দেশ অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে অন্যান্য দেশগুলোর কাছে দৃষ্টান্তস্বরূপ।

বাংলাদেশ

বাংলাদেশে বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ২৪ দশমিক ৮ হাজার কোটি মার্কিন ডলার। দেশটির জনসংখ্যা ১৬ কোটির বেশি। আয়তন ১ লাখ ৪৭ হাজার বর্গ কিলোমিটার।

ভারত

এই দেশটির বর্তমান জিডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি মার্কিন ডলার৷ জনসংখ্যা ১২৯ কোটি। আয়তন ৩২ লাখ ৮০ হাজার বর্গ কিলোমিটার।

পাকিস্তান

পাকিস্তানের জিডিপি ২৫ হাজার কোটি ডলার। জনসংখ্যা ১৯ কোটি। আয়তন ৮ লাখ ৮১ হাজার বর্গ কিলোমিটার।

সিঙ্গাপুর

সিঙ্গাপুরের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি ২৯ দশমিক ১ হাজার কোটি মার্কিন ডলার। দেশটির জনসংখ্যা মাত্র ৫৫ লাখ। আয়তন ৭২১ বর্গকিলোমিটার।

মালয়েশিয়া

দেশটির জিডিপি ৩০ দশমিক ৯ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ৩ কোটি ১০ লাখ। আয়তন ৩ লাখ ৩০ হাজার বর্গ কিলোমিটার।

দক্ষিণ আফ্রিকা

এই দেশের বর্তমান জিডিপি ৩১ দশমিক ৭ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ৫ কোটি ৪০ লাখ। দেশটির আয়তন ১২ লাখ ২ হাজার বর্গকিলোমিটার।

নাইজেরিয়া

আফ্রিকার এই দেশটির বর্তমান জিডিপি ৪০ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ১৮ কোটি ৪০ লাখ। আয়তন ৯ লাখ ২৩ হাজার বর্গকিলোমিটার।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জিডিপি ১ লাখ ৩৫ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা ২ কোটি ৩০ লাখ৷ আয়তন ৭৬ লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার।

কানাডা

দেশটির জিডিপি ১ লাখ ৬০ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা সাড়ে তিন কোটি৷ আয়তন ৯৯ লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার।

ব্রিটেন

ব্রিটেনের জিডিপি ২ লাখ ৪৯ হাজার কোটি মার্কিন ডলার। জনসংখ্যা সাড়ে ৬ কোটি৷ আয়তন ২ লাখ ৪২ হাজার বর্গ কিলোমিটার। সূত্র: ডয়েচে ভেলে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর