১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০৪:০১

নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে মণ্ডব রেখে শোভাযাত্রায় নব দম্পতি!

অনলাইন ডেস্ক

নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে মণ্ডব রেখে শোভাযাত্রায় নব দম্পতি!

সংগৃহীত ছবি

কাশ্মীরের পুলওয়ামায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিয়ের অনুষ্ঠানের আগে শোভাযাত্রা বের করলেন নব দম্পতি।

কনের পড়নে বিয়ের লেহেঙ্গা এবং বরের পড়নেও রয়েছে বিয়ের পোশাক, দুজনের হাতেই জাতীয় পতাকা এবং পোস্টার। যাতে লেখা, ‌‌‘যারা বলছে দেশে আর ১৪২৭ টি বাঘ রয়েছে, সীমান্তে পাহাড়ায় রয়েছে আরও ১৩ লাখ বাঘ’।

বিয়ের আগে রথে চড়ে এই শোভাযাত্রা বের করেন তারা। রথের ঘোড়ার গায়েও জাতীয় পতাকা জড়ানো রয়েছে, গোটা শহর ঘোরে তাদের এই শোভাযাত্রা। বেলুন এবং জাতীয় পতাকা দিয়ে নব দম্পতিকে স্বাগত জানান এলাকার বাসিন্দারা।

রথের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেওয়া কিছু মানুষের পড়নে ছিল রং বেরং’ এর পাগড়ি, কয়েক জনের পড়নে  সেনাবাহিনীর ধাঁচের পোশাত, পোস্টার হাতে নিহত সিআরপিএফ জওয়ানদের শ্রদ্ধা জানান তারা। ছেলেদের জামা ও পাগড়িতেও ছিল জাতীয় পতাকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন ৪৪ জওয়ান। এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর