১৮ মার্চ, ২০১৯ ১০:৪৯

অস্ত্র নিয়ে বিমানে ভ্রমণ করার কিছু নিয়ম

অনলাইন ডেস্ক

অস্ত্র নিয়ে বিমানে ভ্রমণ করার কিছু নিয়ম

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশের একাধিক ঘটনা ঘটেছে। এরপরই আলোচনায় এসেছে তাহলে কিভাবে অস্ত্র নিয়ে বিমানে ভ্রমণ করা যাবে?

বিমানে অস্ত্র নিয়ে ভ্রমণের জন্য কিছু নিয়মকানুন আছে। এসব নিয়মের মধ্যে থেকে একজন লাইসেন্সধারী ব্যক্তি বিমানে তার অস্ত্র পরিবহন করতে পারবেন।

এ প্রসঙ্গে শাহজালাল বিমানবন্দরের পরিচালক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গণমাধ্যমের কাছে কিছু নিয়ম তুলে ধরেছেন, যেগুলো নিচে তুলে ধরা হলো:-

- প্রথমেই যাত্রীকে বিমানবন্দরের প্রবেশ মুখেই ঘোষণা দিতে হবে যে, তার কাছে অস্ত্র রয়েছে।

- তিনি যে বিমানের যাত্রী, সেই বিমান সংস্থার কাছে অস্ত্র, লাইসেন্স, গুলি সবকিছু জমা দিতে হবে।

- বিমান সংস্থা থেকে তাকে একটি রসিদ সংগ্রহ করতে হবে।

- এই অস্ত্র এবং গুলি বিশেষ বক্সে করে বিমানের পাইলটের তত্ত্বাবধানে গন্তব্যে নিয়ে যাওয়া হবে।

- সেখানে বিমানবন্দর থেকে বের হবার সময় তিনি বোর্ডিং পয়েন্ট থেকে নিজের অস্ত্রটি আবার বুঝে নেবেন।

উল্লেখ্য, বিমান চলার সময় কোনো যাত্রী সঙ্গে অস্ত্র রাখতে পারবেন না।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর