২৫ মার্চ, ২০১৯ ১১:০০

দেখা মিলল বিরলতম সাদা পেঙ্গুইনের (ভিডিও)

অনলাইন ডেস্ক

দেখা মিলল বিরলতম সাদা পেঙ্গুইনের (ভিডিও)

সংগৃহীত ছবি

এমন দৃশ্য সত্যিই বিরল। সাধারণত আমরা সাদা-কালো পেঙ্গুইন দেখতেই অভ্যস্ত। নরম মসৃণ গায়ে, হাতের মতো বড় বড় দু’টো ডানা নিয়ে হাঁটতে থাকে বরফের দেশের এই মিষ্টি প্রাণীরা। কিন্তু সম্প্রতি পোল্যান্ডের গডনস্ক শহরের একটি চিড়িয়াখানায় দেখা মিলেছে সাদা পেঙ্গুইনের। পেঙ্গুইনটির বয়স ৩ মাস।

গত ১৪ ডিসেম্বর বেশ কয়েকটি অ্যাফ্রিকান ব্ল্যাক-ফুট পেঙ্গুইনের জন্ম হয়েছে ওই চিড়িয়াখানায়। তারমধ্যে আশ্চর্যজনকভাবে একটি ছিল অ্যালবিনো পেঙ্গুইন। তবে এতদিন এই সাদা পেঙ্গুইনের জন্ম নিয়ে চুপচাপ ছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কারণ আদৌ সেটি বাঁচবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত কোনও অঘটন ঘটেনি। তবে ওই পেঙ্গুইনটির লিঙ্গ না জানা পর্যন্ত তার নামকরণ করতে পারেননি এখানকার কর্মীরা ৷

সাদা পেঙ্গুইনের দায়িত্বে থাকা মিশাল তারগোওস্কি জানালেন, ‘‘যতদূর জানি, এরকম প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয় নেই। এই বাচ্চাটির স্বাস্থ্য বেশ ভাল। এর বাবা-মাও শিশুটির ভাল যত্ন করে। পেঙ্গুইনটির রক্ষণাবেক্ষণের জন্য ৬টি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের সঙ্গে তাকে রাখা হয়েছে। তারমধ্যে দু’জন তারই বাবা-মা। ওই চিড়িয়াখানায় আরও ৭০টি পেঙ্গুইন আছে ৷


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর