নাইজেরিয়ার একটি বন্যপ্রাণী পার্কে এক প্রাণী তত্ত্ববিদ সিংহের আক্রমণে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাবাজি দাউলে (৩৫)। তিনি নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসাঞ্জোর মালিকানাধীন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি ওয়াইল্ডলাইফ পার্কে কাজ করতেন।
শনিবার এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিংহটিকে তিনি খাবার দিতে গিয়ে খাঁচার নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে বন্ধ করেন। আর এতেই সিংহটি বের হয়ে এসে আক্রমণ করে।
পার্ক কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, দাউলে অতিথিদের অনুরোধে তাদের নিয়ে সিংহের খাঁচায় প্রবেশ করেন। ওই সময় পার্কের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল। তিনি সিংহের সাথে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন এবং খাঁচার সুরক্ষা দরজা খোলা রেখে সিংহটিকে খাবার দিতে যান। এর ফলে, সিংহটি তার ঘাড়ে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয় পুলিশ মুখপাত্র ওমোলোলা ওদুতোলা জানান, সিংহটি দাউলের ঘাড়ে মারাত্মক আঘাত করে। এরপর সিংহটিকে গুলি করে হত্যা করা হয় যাতে তার কবল থেকে দাউলেকে মুক্ত করা যায়। তবে পার্ক কর্তৃপক্ষ জানায়, এই ঘটনা তাদের স্বাভাবিক খাদ্য সরবরাহের সময়সূচির বাইরের একটি অনিয়মিত কার্যকলাপ ছিল।
পুলিশ আরও জানায়, বাবাজি দাউলে ছিলেন প্রশিক্ষিত সিংহ তত্ত্ববিদ। তবে খাঁচার তালা ও বাধাগুলো সুরক্ষিত করার ব্যাপারে তিনি অসতর্ক ছিলেন। এই অসাবধানতায় সিংহটি বের হয়ে তাকে আক্রমণ করে, যার ফলে তার মৃত্যু ঘটে।
ওয়াইল্ডলাইফ পার্কের ব্যবস্থাপনা দল শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং তারা পার্কের কর্মী, দর্শনার্থী এবং পশুদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রসঙ্গত, এ ঘটনা নাইজেরিয়ায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার ঘটল। এর আগে আরেকজন প্রাণী তত্ত্ববিদ সিংহের আক্রমণে প্রাণ হারান। ফেব্রুয়ারিতে, ওবাফেমি আওলোও বিশ্ববিদ্যালয়ে এক পুরুষ সিংহ তার তত্ত্বাবধায়ক ওলাবোদে ওলাউইকে মেরে ফেলে, যিনি প্রায় নয় বছর ধরে সিংহগুলির দেখাশোনা করছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল