সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
কবিতা

কোন দিকে যাব

রফিক আজাদ

বনের ভেতরে যাই ফিরে আসি অবারিত ঘরে,

মনের ভেতরে যাই চারদিক বন্ধ অন্ধকার;

নারীর ভেতরে যাই অনিবার্য গহিন অরণ্য,

শিশুর মনের মধ্যে অনাবিল আনন্দ-সায়র!

অরণ্য আমায় ডাকে অমলিন আদরে-আহ্লাদে,

সমুদ্র আমাকে ডাকে উচ্ছ্বসিত তরঙ্গ-বিভঙ্গে,

অপর মনস্ক আমি মনস্থির করতে পারি না-

চিরকাল দোটানার মধ্যে এ আমার বসবাস;

কোন দিকে যাব আমি- কোন দিকে যাওয়া যে উচিত?

ছায়াবৃত নারী মূর্তি হাত ধরে নিয়ে চলে দূরে...

সর্বশেষ খবর