সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ভালোবাসার পৃথক পাঠ

মহাদেব সাহা

যক্ষের যন্ত্রণা নয়, ভালোবাসা বলতে

বোঝাতে চেয়েছিলাম ছায়া,

একখণ্ড নিবিড় আকাশ

নিরিবিলি বৃষ্টিভেজা মাটির উঠান,

দেহের যন্ত্রণা আর ওষ্ঠের হাহাকার নয়,

এই ভালোবাসার মুখ দেখেছি আমি দিব্যলোকে,

বোধিতে অন্তরে।

আজ তার কিছুই পাই না ভালোবাসা কামেদণ্ডে

উদ্যত ছোবেলে ম্লান,

হয়তো চেয়েছি আমি দুঃখী মানুষের জন্য

ভালোবাসা নামক অশ্রুবিন্দুটুকু

চেয়েছি দুদণ্ড বাঁচার মতো একটু আশ্রয়।

সর্বশেষ খবর