বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চলেছি দেশান্তর

বেলাল চৌধুরী

চলেছি দেশান্তর

আমার সমস্তটাই কেবল পাখিল মতন ঠুকরে দেখা

ইষ্টিকটুম মিষ্টিকুটুম রাতবিরেতে ওলটপালট চড়ুইভাতি;

কিচিরমিচির শব্দশূলে এলোমেলো ঝাপটা মেরে-আবার

উধাও নিরুদ্দেশে, মেঘের মত হাওয়ার ডানায় লাফিয়ে পড়া।

 

মেঘের কোলে যেমন ক্ষণিক শোভায় রোদের ঝিলিক

মনোলোভা—এদিন ওদিক চিরিক-মিরিক নয়ন হরণ,

তেমনি আমি চলতে চলতে হঠাৎ আমি, রোদের ভ্রুকুটি!

—আবার মেঘলা মলিন বেলাশেষে উল্টো চরণ।

 

অস্তাচলে পথিক রবি, থমকে দাঁড়াই এক মুহূর্ত

ঘরের পানে ফিরে দেখি শুধু বরফ গলা সোনার পাত

দিগন্তলীন মেঘে মেঘে খুনখারাপি, ঘোড়ার ক্ষুরে বালির ঝড়

—এই সায়াহ্নে ফেরে দিনবদলের পালা, চলেছি দেশান্তর।

সর্বশেষ খবর