মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মার্চ-এপ্রিলে উৎপাদনে যাবে অ্যাপোলো ইস্পাত

আগামী মার্চ-এপ্রিল মাসের দিকে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত কোম্পানি। গতকাল রাজধানীর একটি ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান। আবদুর রহমান বলেন, ২০১৩ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত হলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা সঠিক সময়ে প্লান্টের কাজ শেষ করতে পারিনি। এ ছাড়া বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক স্থবিরতা এবং কাঠামোগত ব্যবস্থার কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ সংকটে উৎপাদনের ক্ষেত্রে সমস্যা হয়েছে। অ্যাপোলো ইস্পাত সব প্রতিকূলতা মোকাবিলা করার চেষ্টা করছে। প্লান্টের কাজ শেষ করে আগামী মার্চ-এপ্রিলে আমরা উৎপাদনে যেতে পারব বলে আশা করছি। জানা যায়, দেশে সবচেয়ে আধুনিক প্রযুক্তির ঢেউটিন নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা বাড়াতে প্রতিনিয়তই নতুন উদ্যোগ গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর